ঢাকা, বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪

যুবলীগ মেধাভিত্তিক রাজনীতিতে বিশ্বাস করে: শেখ পরশ

যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে সামস্ পরশ বলেছেন, যুবলীগ মেধাভিত্তিক রাজনীতিতে বিশ্বাস করে। আমরা দলে পদবীতে কে কোন পদ পেলো তাতে বিশ্বাস করি না। দেশের জন্য কে কতটুকু দিতে পারলো সেদিকে বিচার করা হবে। সোমবার (১৬ নভেম্বর) টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর তিনি এসব কথা বলেন।


এদিন কেন্দ্রীয় যুবলীগের নব গঠিত কমিটির নেতৃবৃন্দ টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান। সোমবার বিকাল ৩টার যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে সামস পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিলের নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান তারা। পরে তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৯৭৫ সালের ১৫ আগস্টে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করেন।পরে শেখ ফজলে সামস্ পরশ সাংবাদিকদের বলেন, দুর্নীতিবাজ, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের এ দলে ঠাঁই হবে না। দেশে যেসব জেলায় কমিটি করা হয়নি, সে কমিটিগুলোও হাল নাগাদ করা হবে। দলকে তৃণমূল থেকে শক্তিশালী করা হবে।


শ্রদ্ধা নিবেদন শেষে যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলে ফাহিম বলেন, বঙ্গবন্ধু তার রাজনৈতিক জীবনে ১৮ বছন জেল খেটেছেন। তার যে দর্শন ও লক্ষ্য ছিল সেটাকে বাস্তবায়ন করে যে ছাত্র সমাজের নেতৃবৃন্দ তাদের নিয়ে যুবলীগ গঠন করা হয়েছে। স্বাধীনতা যুদ্ধে মুজিব বাহিনীর অবদান, সংগঠন করা, মুক্তিযুদ্ধ করা, দেশ গড়া যে প্রত্যয় ছিল সেটাকেই আমরা ভিত্তি করে সামনে দিকে এগিয়ে যাবো।


সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ফজলে নাঈম বলেন, আমরা পিছেন দিকে না গিয়ে সামনে দিকে এগিয়ে যেতে চাই। সামনের ভুলগুলো শুধরে যুব সমাজকে রাজনীতিতে ফিরিয়ে আনতে নতুন এ কমিটি কাজ করবে। এ কমিটি মানুষের জন্য, দেশের জন্য, দলের জন্য আরো আনেক ভাল কাজ করবে। প্রধানমন্ত্রীর স্বপ্নের সোনার বাংলা উপহার দেয়ার জন্য আমরা সেখানে অংশগ্রহণ করে এগিয়ে যাবো।


সংগঠনটির সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে যুবলীগ এগিয়ে যাচ্ছে। আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য একটাই থাকবে দেশ ও মানুষের কল্যানে যে সকল যুবক কাজ করবে তাদেরকে নেতৃত্বে আনার পাশাপশি তৃণমূল র্পযন্ত দলকে ঢেলে সাজানো হবে।


এ সময় অন্যান্যের মধ্যে কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেল উদ্দিন, মুজিবুর রহমান চৌধুরী নিক্সন এমপি, আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার সুমন প্রমুখ উপস্থিত ছিলেন।

ads

Our Facebook Page